ব্যাপক সাড়া ফেলেছে ‘আমার বাংলাদেশ’

30 Jan 2022, 01:05 PM খবর শেয়ার:
ব্যাপক সাড়া ফেলেছে ‘আমার বাংলাদেশ’

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ভিডিও কন্টেন্টে সয়লাব অনলাইন ও টিভি মিডিয়া। এত এত কনটেন্টের মধ্যে আলাদা করে সবার নজর কেড়েছে মেরিল-রাঁধুনী নিবেদিত ‘আমার বাংলাদেশ’। ১৫ ডিসেম্বর রাত ৮টা ৫৪ মিনিটে ১৪টি টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় একযোগে মুক্তি পাওয়ার পর মানুষ সাদরে গ্রহণ করেছে ‘আমার বাংলাদেশ’-কে।

ইন্টারনেটের দুনিয়ায় নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ‘আমার বাংলাদেশ’-এর প্রশংসা করছেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি মানুষ দেখেছে ‘আমার বাংলাদেশ’। সবার একটাই কথা, এত সুন্দর করে আমাদের দেশকে আর কেউ তুলে ধরেনি আগে। পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের সৌন্দর্য, মানুষের আতিথেয়তা-মমতা, উৎসব, সংস্কৃতি, অসম্প্রদায়িকতা, আধ্যাত্মিকতা তুলে ধরা হয়েছে সুনিপুণ দক্ষতায়। ‘মেরিল-রাঁধুনী’র উদ্যোগে, সান কমিউনিকেশনস লিমিটেডের পরিকল্পনা ও তত্বাবধানে নির্মিত হয়েছে ‘আমার বাংলাদেশ’, পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি নির্মাণের উদ্দেশ্য, বাংলাদেশের রূপচিত্র, পর্যটন ও গৌরবকে বিশ্বের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। আমার বাংলাদেশ-এ জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ব্রিটিশ নাগরিক অ্যালেক্স ডবসন। নেহা জানান, ‘এটি শুধু একটা গতানুগতিক ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশটা কত সুন্দর, মানুষ কত আন্তরিক তা নতুন করে জানা যাবে ভিডিও দুটি দেখে। শ্যুটিং করতে গিয়ে আমি নতুন করে বাংলাদেশের প্রেমে পড়েছি।’ অ্যালেক্স বলেন, ‘বাংলাদেশে এটাই আমার প্রথম আসা। আমি একজন থিয়েটার কর্মী। কাজটা দারুণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আসলে একবারও মনে হয়নি অভিনয় করছি। কারণ, এদেশের মানুষ, প্রকৃতির সঙ্গে আমিও মিশে গেছি। বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় সত্যিই অনেক কষ্ট হয়েছে।’ আপনিও দেখুন ‘আমার বাংলাদেশ’, মেরিল ও রাঁধুনীর ফেসবুক পেইজে।