বুবলী-আদরের হাহাকার

30 Jan 2022, 01:12 PM খবর শেয়ার:
বুবলী-আদরের হাহাকার

সৈকত নাসিরের ছবি তালাশের প্রথম গান ‘মায়া মাখা’ মুক্তি পেয়েছে টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। রণক ইকরামের কথায় গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন এআর রাব্বি। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে আদর আজাদ বলেন, রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের সিনেমা এটি। এই গানে দর্শক এর একটু ছোঁয়া পাবেন। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি খুব ভাগ্যবান ভালো একটি সিনেমা দিয়ে বড়ো পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

সিনেমার গান প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, আমি জানি এই ছবির গল্পই এর মূল প্রাণ। কিন্তু মজার ব্যাপার হলো গানপাগল ছেলেমেয়েদের গল্প হওয়ার কারণে সিনেমার গান নির্বাচনে প্রচুর সময় নিয়েছি। প্রায় ২০টির বেশি ট্র্যাক থেকে তালাশের পাঁচটি গান বাছাই করা। আশা করছি দর্শক নিরাশ হবেন না। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।


ওয়েব ফিল্মে মিলন ববি সাঞ্জু

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘আলপিন’ নতুন শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তি করেছেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন, ববি ও সাঞ্জু জন। চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন, মিজানুর রহমান বেলাল। অভিনয় করবেন ববি, আনিসুর রহমান মিলন, সাঞ্জু জনসহ অনেকে। অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, পুলিশের চরিত্রে অভিনয় করছি সিনেমাটিতে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ববি বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ এবং যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। চরিত্রের পুরোটা বলতে চাচ্ছি না এখনই। শুধু এতটুকুই বলব, সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং চরিত্র। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ।

বাংলাদেশে রোটারির ৮৫ বছর উদ্যাপনে কে ক্র্যাফট ফ্যাশন শো

ঢাকার বনানীতে শুক্রবার সন্ধ্যায়, কে ক্র্যাফট, বাংলাদেশে রোটারির ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্যাশন শো আয়োজন করে। এই শোটি আমাদের বিজয়, একুশে ফেব্রæয়ারি, বিভিন্ন ঋতু এবং আনন্দ উৎসবের ধারণার সঙ্গে বাংলাদেশের নিজস্বতা এবং ঐতিহ্যকে পোশাকের মাঝে ফুটিয়ে তোলা হয়। এই শো-এর আরেকটি আকর্ষণ ছিল কে ক্র্যাফটের এ বছরের এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। সম্মানিত অতিথি, সারাদেশ থেকে আসা রোটারিয়ানবৃন্দ এবং রোটারি ক্লাব অব ঢাকার আয়োজকদের কাছে অনুষ্ঠানটির থিম এবং নতুন সংগ্রহগুলো ব্যাপক সমাদৃত হয়।