জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নতুন যাত্রার সূচনা

01 Mar 2022, 02:25 PM খবর শেয়ার:
জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নতুন যাত্রার সূচনা

২৯ জানুয়ারি শনিবার জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়। জেসিআই ঢাকা প্রেস্টিজ একটি অলাভজনক সংগঠন যা পরিবর্তনে বিশ্বাসী তরুণ সক্রিয় মানুষদের একিত্রত করার মাধ্যমে সমাজে উচ্চাকাক্সক্ষা তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। উক্ত চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপিত শারিমনা পাতিন বিশ্বাস করেন যে যদি তরুণ সমাজ একত্রিত হয়ে সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে, তাহলে তাৎপর্যপূর্ণ পরিবর্তন অর্জন করা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জেসিআই বাংলাদেশের জাতীয় পর্যায়ের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। শপথ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাতা কমিটিকে নিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সামাজিক পরিবর্তনের লক্ষ্যে তার যাত্রা শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপশি চ্যাপ্টার-এর প্রথম সাধারণ সদস্য সভা সংগঠিত হয় যেখানে পরবর্তী কর্ম পরিকল্পনা ও আসন্ন প্রকল্প সংবলিত ঘোষণাবলি দেওয়া হয়।