বিএসটিআই থেকে আইএসও সনদ পেল ৭ প্রতিষ্ঠান

01 Mar 2022, 02:34 PM খবর শেয়ার:
বিএসটিআই থেকে আইএসও সনদ পেল ৭ প্রতিষ্ঠান

আন্তর্জাতিক মান অনুসারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতি নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন [বিএসটিআই] থেকে ৭টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়। ২০ ফেব্রæয়ারি রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক [গ্রেড-১] ড. নজরুল আনোয়ার। অনুষ্ঠানে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪টিকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- আরএমসি কেমিক্যাল কোম্পানি লি., বিডি ফুডস লি., রয়েল সিমেন্ট লি. ও ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লি.। এছাড়া নিপরো জেএমআই কোম্পানি লি.-এর অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ এবং সিয়াম এগ্রো ফুডস লি. ও ইগলু ফুডস লি. [ফ্রজেন ফুড ইউনিট]-এর অনুকূলে আইএসও ২২০০০:২০১৮ সনদ প্রদান করা হয়।