সাড়া ফেলেছে ‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’ -ডা. আওরঙ্গজেব আরু

10 Mar 2022, 01:03 PM অন্যান্য শেয়ার:
সাড়া ফেলেছে ‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’  -ডা. আওরঙ্গজেব আরু

এবারের অমর একুশের বইমেলায় অনেক নতুন বইয়ের ভিড়ে সরকার মোখলেসুর রহমানের ‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’ উল্লেখ্যযোগ্য সুখপাঠ্য একটি বই। বইটিকে ব্যক্তিগত জার্নালও বলা যেতে পারে। লেখকের পারিপারিক জীবন থেকে পরিবারের সদস্যরা লেখার মূল উপজীব্য। এ রকম বিষয়বস্তু নিয়ে বই আমরা খুবই কম দেখে থাকি। ‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’ বইটি বের হয়েছে সপ্তর্ষী প্রকাশনী সংস্থা থেকে। প্রকাশক - শিবু ওঝা। বইয়ের প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। মূল্য ৪০০ টাকা। ১৬৬ পৃষ্ঠার বইটিতে বিভিন্ন শিরোনামে নানান লেখা অন্তর্ভুক্ত হয়েছে। এ থেকে লেখকের পারিবারিক জীবন থেকে কর্মময় জীবেনর নানা গল্প পাঠক খুঁজে পাবেন। লেখক সরকার মোখলেসুর রহমান একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সরকারি চাকরি জীবনের লদ্ধ অভিজ্ঞতাও বইয়ে তার ব্যক্তিগত জার্নালে স্থান পেয়েছে।
‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’ বইটি পাঠের অভিজ্ঞতা পাঠককে নিরাশ করবে না। পাঠকের ঝুলিতে সঞ্চয় হবে মণি-রত্ন। সপ্তর্ষী প্রকাশনী সংস্থার কর্ণধার প্রকাশক শিবু ওঝা বলেন, ‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’ বইটি পাঠকের বেশ আনুকূল্য পাচ্ছে। বইটি প্রকাশে আমরা যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করেছি। চলতি বইমেলায় ‘নহে নৈর্বেদ-নৈরাশ্য’র মতো বই খুব একটা খুঁজে পাওয়া যাবে না বলে আমাদের বিশ্বাস।’