রঙ বাংলাদেশ এর বৈশাখী আয়োজন

31 Mar 2022, 05:14 PM খবর শেয়ার:
রঙ বাংলাদেশ এর বৈশাখী আয়োজন

বর্ষবরণের উৎসবে নতুন সংগ্রহ নিয়ে উপস্থিত দেশের শীর্ষ সারির ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। সময়, আবহাওয়া ও পরিবেশ উপযোগি নানা পোশাক রয়েছে বৈশাখের আনন্দ আয়োজনে। মহামারি পরবর্তী প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় রেখে সবাই যাতে উদযাপন করতে পারে, এ জন্য সাধ্যের মধ্যেই থাকছে প্রতিটি পোশাকের মূল্য। বিষয় ভিত্তিক ফ্যাশন রঙ বাংলাদেশ-এর প্রধান বৈশিষ্ট্য। এবারের অভিযাত্রায় সৃজনের মূল প্রেরণা হিসেবে গ্রহণ করা হয়েছে ট্রাক আর্ট থেকে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল,সাদা,ব্লু,ক্রীম ও অলিভ আর সহকারি রং হিসেবে আছে প্যারোট গ্রীণ,লাইট অলিভ,পিংক,লাইট পেষ্ট,ব্রাউন ও গোল্ডেন হলুদ। বিভিন্ন ধরনের কটন, লিনেন ও হাফসিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ ইত্যাদি। 

কেবল বড়োদের নয়, প্রতিটি উপলক্ষ্যে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রযেছে পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদ্যাপন করতে পারবে এবারের রোজার আমেজের বৈশাখী উৎসব।