আব্দুল গাফফার চৌধুরীর প্রয়াণ

19 May 2022, 04:47 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
আব্দুল গাফফার চৌধুরীর প্রয়াণ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও গীতিকার, আবদুল গাফ্‌ফার চৌধুরী আর নেই। ১৯ মে ২০২২ রোজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটের সময় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন তিনি। আবদুল গাফফার চৌধুরী উলানিয়া জুনিয়র মাদরাসায় ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া করার পর হাইস্কুলে ভর্তি হন। তিনি ১৯৫০ খ্রিষ্টাব্দে ম্যাট্রিক পাস করেন। তারপর ভর্তি হন ঢাকা কলেজে। ১৯৫৩ খ্রিষ্টাব্দে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ খ্রিষ্টাব্দে বিএ অনার্স পাস করেন। ১৯৪৬ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যুর পর তাকে চলে যেতে হয় বরিশাল শহরে। বরিশালে গিয়ে ভর্তি হন আসমত আলী খান ইনস্টিটিউটে। আবদুল গাফ্ফার চৌধুরী ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরীবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী এবং মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন।