মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ

06 Sep 2022, 03:21 PM জন্মদিন শেয়ার:
মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ


৬ সেপ্টেম্বর বাংলাদেশ বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমানের জন্মদিন। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার, কালীগঞ্জ উপজেলার, তেঁতুলিয়া গ্রামে ১৯৯৫ খ্রিষ্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। জন্মদিনের এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার অগণিত ভক্ত ও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। মোস্তাফিজ ২০১২ খ্রিষ্টাব্দে ফাস্ট-বোলারদের ক্যাম্পে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় চলে আসেন। এরপর তাকে বিসিবি’র পেস ফাউন্ডেশনে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময় বিসিবি কর্তৃপক্ষ ২০১৫ খ্রিষ্টাব্দের বিশ্বকাপের জন্য তাকে মনোনীত করেন। আন্তর্জাতিক ক্রিকেটেও মোস্তাফিজের পথচলা শুরু যুবরাজের মতো। সূচনালগ্নেই বল হাতে কাটার, স্লোয়ার, সর্পিল সুইং ছুড়ে একের পর এক উইকেট নিয়ে চমকে দেন ক্রিকেটবিশ্বকে। বিস্ময়কর বোলিংয়ের জাদু দেখিয়ে হয়ে উঠেন বাংলাদেশ ক্রিকেটের ‘এক্স ফ্যাক্টর’। মোস্তাফিজুর রহমানের অভিষেক টিটোয়েন্টি ম্যাচটি আজও সবার চোখে ভাসে। ২০১৫ খ্রিষ্টাব্দে ২৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি ব্যাটসম্যানদের দৌড়ের ওপর রাখেন তিনি। অসাধারণ এক ডেলিভেরিতে নিজের প্রথম শিকারে পরিণত হন বিশ্ব ক্রিকেটের ত্রাস শহীদ আফ্রিদি। পরের শিকার হন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিকক। তার বিধ্বংসী বোলিংয়ে দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। বিজয়ীর বেশে মাঠ ছাড়েন টাইগারেরা। মোস্তাফিজের ওয়ানডে অভিষেক হয় আরও মহিমান্বিত। ওই বছর ১৮ জুন একই ভেন্যুতে কাটার-জাদুতে ভারতের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং সুরেশ রায়নার মতো বিস্ফোরক ব্যাটসম্যান। তার অনবদ্য বোলিংয়ে দীর্ঘদিন পর ভারতীয়দের হারানোর স্বাদ পান টাইগারেরা। ৫ ম্যাচ সিরিজও ঘরে তোলে তারা। দেশের হয়ে টেস্ট অভিষেকও রঙিন হয় মোস্তাফিজুর রহমানের। একই বছরের ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তিনি। প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট। মোস্তাফিজুর রহমানের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।