যেকোনো পেশায় স্বকীয়তা জরুরি -ফারনাজ জুঁই

20 Sep 2022, 12:29 PM সংবাদ উপস্থাপক শেয়ার:
যেকোনো পেশায় স্বকীয়তা জরুরি -ফারনাজ জুঁই

টিভি সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণ, সুন্দর বাচনভঙ্গি এবং দর্শকপ্রিয়তা বা জনপ্রিয়তার মাপকাঠিতে হাতে গোনা যে-ক’জন সংবাদ উপস্থাপক এগিয়ে আছেন দেশ টিভির সংবাদ উপস্থাপক ফারনাজ জুঁই তাদের মধ্যে অন্যতম। দর্শকনন্দিত এই সংবাদ উপস্থাপককে নিয়ে বিস্তারিত লিখেছেন শহিদুল ইসলাম এমেল...



দেশ টিভির সংবাদ উপস্থাপক ফারনাজ জুঁই ছেলেবেলা থেকেই সাংস্কৃতিক পরিমÐলের মধ্যে দিয়ে বড়ো হয়েছেন। সংস্কৃতিচর্চা তার পারিবারিক ঐতিহ্য। তিনি ছেলেবেলা থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় চিত্রাংকনে শিশু একাডেমি জেলা পুরস্কার, শিক্ষাসপ্তাহ পুরস্কারসহ ৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন।

ফারনাজ জুঁইয়ের অনুষ্ঠান উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু একুশে টিভিতে ২০১২ খ্রিষ্টাব্দে। এরপর একুশে টিভি থেকে আরটিভিতে চলে আসেন। আরটিভিতে পাঁচ বছর কাজ করার পর নিউজ ২৪ চ্যানেলে যোগদান করেন। নিউজ ২৪-এ কাজ করেন চার বছর। সেখান থেকে সম্প্রতি দেশ টিভিতে যোগদান করেছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই সংবাদ উপস্থাপনা এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা নিয়মিত করে যাচ্ছেন। তিনি দীর্ঘ পাঁচ বছর আরটিভির ‘তারকালাপ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। এছাড়া নিউজ ২৪-এ সেলিব্রেটি টকশো এবং পলিটিক্যাল টকশো উপস্থাপনা করেছেন। সামনে নতুন কিছু অনুষ্ঠান শুরু করবেন বলে জানালেন ফারনাজ।

সংবাদ উপস্থাপনায় কীভাবে এলেন জানতে চাইলে বলেন, ‘আমি অনার্স প্রথম বর্ষে পড়াকালীন সময়ে জবস এ-ওয়ান অর্গানাইজেশনে সংবাদ উপস্থাপনার ওপর কোর্স সম্পন্ন করে একুশে টিভিতে সিভি জমা দিই। একুশে টিভি থেকে একমাস পর অডিশনের জন্য ডাকা হয়। অডিশনের পর ড্রাইরান করে অন-এয়ারের সুযোগ পাই।’

ফারনাজ সংবাদ উপস্থাপক হবেন এমন কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না। তিনি আসলে পরিকল্পনা করে উপস্থাপনার সঙ্গে যুক্ত হননি। তবে সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে পরিবার তাকে সবসময় সাপোর্ট দিয়েছে। তিনি বলেন, ‘আমার পরিবার আমার সবচেয়ে বড়ো শক্তি। পরিবারের পরিপূর্ণ সহযোগিতা ছাড়া কখনোই একা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমি পরিবারের কাছে কৃতজ্ঞ।’

ফারনাজের প্রথম সংবাদ পাঠের অভিজ্ঞতা বলতে গেলে অন্য দশজনের মতোই। প্রথম সংবাদ পাঠের সময় একটু ভয়ে ভয়ে ছিলেন। ভয় এবং শঙ্কা দুটোই কাজ করছিল তার মধ্যে। তারপরও প্রথম দিন ভালোভাবেই সংবাদ পাঠ করেছিলেন বলে জানালেন তিনি।

ভালো সংবাদ উপস্থাপক হওয়ার জন্য কী কী গুণ থাকা দরকার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন। আমি এখনো প্রতিনিয়ত শিখছি। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেকোনো পেশায় স্বকীয়তা জরুরি। আমরা কখনো চাইলেও কারো মতো হতে পারব না কিন্তু নিজের মাঝে থাকা মেধাকে সর্বোচ্চ কাজে লাগানো যেতে পারে।’

সংবাদ সরাসরি স¤প্রচার হয় তাই অনেক সময় বিভিন্ন ধরনের বিব্রতকর সমস্যার সম্মুখীন হতে হয় অনেকেরই। এরকম একটি বিব্রতকর পরিস্থিতির কথা বললেন ফারনাজ। একবার নিউজে তার টকব্যাক কাজ করছিল না। পুরো নিউজটা তাকে টকব্যাক ছাড়াই শেষ করতে হয়েছিল। তবে সেরকম কোনো বড়ো ধরনের বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়নি তাকে।

ফারনাজ জুঁই মাঝে কিছুদিন কর্পোরেট জব করেছেন। এখন পুরোপুরি সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত আছেন।

তিনি সবসময় বর্তমানকে কেন্দ্র করে বাঁচার চেষ্টা করেন। খুব বেশি ভবিষ্যৎ পরিকল্পনা কখনোই করেন না। তার কাজটাই তিনি করে যেতে চান।

অবসরে গান শুনতে আর বই পড়তে ভালোবাসেন। সমদ্র খুব পছন্দ। সমুদ্রের বিশাল জলরাশির মাঝে যখন যান তখন তার মনে হয়, ‘আমরা কত নগণ্য, কত ক্ষুদ্র। নীল রং দারুণ পছন্দ। ঝালজাতীয় বাঙালি খাবার তার রসনায় তৃপ্তি জোগাতে অনন্য।