টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ বাংলাদেশ দল

28 Sep 2022, 04:07 PM ক্রীড়াভুবন শেয়ার:
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ বাংলাদেশ দল

১৩ অক্টোবর শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর আয়োজক দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে এশিয়ার দলগুলোর জন্য এবারের বিশ্বকাপে ভালো পারফর্মেন্স করা হবে একধরনের চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর। এতে শ্রীলংকা এবং নামিবিয়া মুখোমুখি হবে। এবারের বিশ্বকাপে মোট ১৬টি দলের মধ্যে ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর কাক্সিক্ষত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ বাংলাদেশ দলে যাঁরা খেলবে, তারা হলেন :

সাকিব আল হাসান [অধিনায়ক] : আশা করা যাচ্ছে এবার তিনি স্বরূপে জ্বলে উঠবেন।
লিটন কুমার দাস : তিনি মূলত উইকেট কিপার। পাশাপাশি ডানহাতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন।
আফিফ হোসেন ধ্রুব : ২০১৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে তাকে শ্রীলংকা দলের বিপক্ষে বাংলাদেশে টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত করা হয়।
সাব্বির রহমান : সাব্বির রহমান ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলার হিসেবে দলে ভূমিকা রাখেন।
মেহেদি হাসান মিরাজ : একজন পরিপূর্ণ অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন।
মোসাদ্দেক হোসেন সৈকত : তিনি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিংয়েও পারদর্শী।
নুরুল হাসান সোহান [সহ-অধিনায়ক] : তিনিও মূলত একজন উইকেটকিপার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলেন।
নাসুম আহমেদ : নাসুমের সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১১ খ্রিষ্টাব্দে।
মোস্তাফিজুর রহমান : তার বলের জাদু দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
তাসকিন আহমেদ : বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন।
ইয়াসির আলি চৌধুরী : তিনি দুর্দান্ত ব্যাটিং করেন।
মোহাম্মদ সাইফউদ্দিন : তিনি একজন বোলিং অলরাউন্ডার।
এবাদত হোসেন চৌধুরী : পেসার হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে।
নাজমুল হোসেন শান্ত : বা-হাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি ফাস্ট বোলার হিসেবে খেলছেন।
হাসান মাহমুদ : ২০১৭ খ্রিষ্টাব্দে তিনি জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও রিজার্ভ খোলোয়াড় রয়েছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার।

এ বছর বাংলাদেশ সরাসরি সুপার ১২-তে অংশগ্রহণ করে বিশ্বকাপ খেলবে।
বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি নিচে দেওয়া হলো-
তারিখ সময় দল
২৪ অক্টোবর ১০ টায় বাংলাদেশ বনাম গ্রুপ এ রানারআপ।
২৭ অক্টোবর ৯ টায় দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ।
৩০ অক্টোবর ৮ টায় বাংলাদেশ বনাম গ্রুপ বি চ্যাম্পিয়ন।
০২ নভেম্বর ১.৩০ মিনিটে বাংলাদেশ বনাম ভারত।
০৬ নভেম্বর ৯.৩০ মিনিটে বাংলাদেশ বনাম পাকিস্তান।