বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লালন তিরোধানদিবসে সাধুমেলা

17 Oct 2022, 03:03 PM খবর শেয়ার:
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে  লালন তিরোধানদিবসে সাধুমেলা


সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩২তম তিরোধানদিবস উপলক্ষে ১৭ অক্টোবর বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা ও সাধুমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোয়াইলা আফসানা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহিদুল কবির এবং আবদেল মান্নান। আলোচনা শেষে লালনের গান পরিবেশন করবেন বিভিন্ন বাউল শিল্পীরা।

এদিকে সাঁইজির তিরোধানদিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে বসছে সাধুর হাট। তিনদিনব্যাপী আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৭ অক্টোবর সন্ধ্যায়।