'বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

18 Oct 2022, 01:46 PM খবর শেয়ার:
'বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা'  গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা নৌ- কমান্ডো ০০০১ মীর মোস্তাক আহমেদ রবি এমপি লিখিত 'বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হলো জাতীয় সংসদ ভবনের এলডি হলে। ১৭ তারিখ সোমবার বিকেল চারটায় গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদ এর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম এমপি। প্রকাশনা সমন্বয়কারী কাজী মাহতাব সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক 'বঙ্গবন্ধু চেয়ার' অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন- "শেখ হাসিনা-কে নিয়ে অনেক বই রচিত হচ্ছে, আরও হবে। তবে বাংলা ও ইংরেজি ভাষায় একমলাটে আবদ্ধ এই প্রকাশনাটি সত্যিই প্রশংসা দাবি করে।" আলোচক সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী বলেন, ' 'শেখ হাসিনার মতো বিরল রাজনৈতিক নেতার সম্পর্কে আরও বেশি বেশি তথ্য সমৃদ্ধ গবেষণা বর্তমান ও ভবিষ্যৎ করবে। এই বই ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে।'
সবাইকে স্বাগত জানিয়ে বইটির রচয়িতা বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, 'একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলি লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।' এছাড়াও আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল খোরশেদ, কবি নুরুন্নাহার শিরীন, গণমাধ্যম ব্যক্তিত্ব মীর মাশরুর জামান রনি প্রমুখ। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা 'ভাষাচিত্র'। অনুষ্ঠানে শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।