২১ অক্টোবর ২০২২ থেকে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা’ সাংস্কৃতিক উৎসব

20 Oct 2022, 03:17 PM খবর শেয়ার:
২১ অক্টোবর ২০২২ থেকে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা’  সাংস্কৃতিক উৎসব

২১ অক্টোবর ২০২২ শুক্রবার ঢাকায় শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা’ সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ ও ভারতের ১২২টি সংগঠনের ৪ হাজার শিল্পী অংশ নেবেন এই উৎসবে। ১৯ অক্টোবর জাতীয় নাট্যশালা সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান। সংবাদ সম্মেলনে জানানো হয় ২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়ত এবং বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই উৎসবের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।২১ অক্টোবর সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ওয়ার্দা রিহাবের পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন নর্তনালয়। উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন কেরবেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাছিরউদ্দিন ইউসুফ প্রমুখ।

অতিথিদের আলোচনার পর মঞ্চস্থ হবে থিয়েটার প্রযোজিত নাটক পোহালে শর্বরী। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব শুরু হবে প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। মঞ্চনাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।