গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেল রুটি দিয়ে বানানো শিল্পকর্ম

07 Nov 2022, 01:12 PM খবর শেয়ার:
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেল  রুটি দিয়ে বানানো শিল্পকর্ম

পৃথিবীতে যেমন বিচিত্র রকমের বহু মানুষের বসবাস। তেমনি তাদের বিচিত্র রকমের শখও রয়েছে। এদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ আবার তাদের মেধা দিয়ে আশ্চর্য কিছু বানিয়ে পৌঁছে যায় সাফল্যের চূড়ায়। সম্প্রতি রুটি দিয়ে একটি শিল্পকর্ম বানানো হয়েছে মেক্সিকোতে। লাল, হলুদ, গোলাপি আর কালো রঙের মিশ্রণে বানানো হয়েছে এটি। দূর থেকে দেখে মনে হবে নানা রঙের ফুল দিয়ে বানানো। আসলে শিল্পকর্মটি ফুল দিয়ে নয়, বানানো হয়েছে রুটি দিয়ে। এটিকে রুটি দিয়ে বানানো সবচেয়ে বড়ো শিল্পকর্ম বলা হচ্ছে। শিল্পকর্মটি পেয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতিও। মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল [ইউপিআই] এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকোর পূর্ব-মধ্যাঞ্চলের পুয়েবলা শহরের জাকালাতে রেকর্ড গড়ার উদ্দেশ্যে এটি বানানো হয়। স্থানীয় পাঁচজন রুটির কারিগর মিলে প্রথমে অসংখ্য ছোটো ছোটো রুটি তৈরি করেন। তারপর সেই রুটিগুলো জোড়া দিয়ে বানানো হয় একটি মস্তবড়ো শিল্পকর্ম। গিনেজ বুকের ওয়েবসাইটে এই বিশাল শিল্পকর্মটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, শিল্পকর্মটির আয়তন ২ হাজার ২২২ বর্গফুট। এটি বানানো হয়েছে ২০ হাজার ৬৮৯টি রুটির টুকরা একসাথে জোড়া লাগিয়ে। এটি রুটি দিয়ে বানানো বিশ্বের সবচেয়ে বড়ো শিল্পকর্মের স্বীকৃতি পেয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য মতে, শিল্পকর্মটির জন্য সাড়ে ২০ হাজারের বেশি রুটির টুকরা বানাতে সময় লেগেছে দুই সপ্তাহ।