১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা'র একক আবৃত্তি আয়োজন-'আমি তোমার বাংলাদেশের মেয়ে'। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ সামাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনেক স্বনামধন্য আবৃত্তিশিল্পীর সমাগম ঘটেছিল এ আয়োজনে। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর আবৃত্তিশিল্পী ফারহানা তৃনা দেশবরেণ্য বিভিন্ন কবিদের নির্বাচিত কবিতার পঙক্তিমালা আবৃত্তি করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন। অনুষ্ঠানে তৃনার আবৃত্তির শুরুর চয়নে ছিল জীবনানন্দ দাশ ও রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর শামসুর রvহমানের 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়' কবিতার আবৃত্তির মাধ্যমে স্মরণ করেন ১০ নভেম্বরের ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবসকে । একে একে হুমায়ুন আজাদ, কাজী নজরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি জয় গোস্বামী, শুভ দাশগুপ্ত, আরণ্যক বসু প্রমুখ আধুনিক কবির কবিতাও প্রাণ পায় তার সুমধুর কণ্ঠস্বর ও স্পষ্ট উচ্চারণে। মন্ত্রমুগ্ধ হলভর্তি শ্রোতাদের কখনো অন্যমনস্ক হতে দেখা যায়নি। অতি নাটকীয়তা ছাড়াও যে আবেগের পরিমিত ব্যবহার করে শ্রোতাদের হৃদয় জয় করা যায়, ফারহানা তৃনার প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান- 'আমি তোমার বাংলাদেশের মেয়ে' সেটাই যেন করে দেখালো।
এই আয়োজনে ফারহানা তৃনার আবৃত্তির সাথে নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনা ও কন্ঠশিল্পী অভিজিৎ-এর গানের দারুণ সম্মিলনে দর্শক-শ্রোতারা আবৃত্তির ভিন্নরকম এক উপস্থাপনাও দেখতে পায়। পরিশেষে, আবৃত্তিশিল্পী ফারহানা তৃনা কবি হেলাল হাফিজের সুস্থতা কামনা করে কবির লেখা 'উৎসর্গ' কবিতাটি দিয়ে তাঁর নিবেদন শেষ করেন।
আবহ সৃষ্টিতে ছিলেন কীবোর্ডে দেবা ও বাঁশিতে খাইরুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার রাজ। কাব্যকুহুক নিবেদিত এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিলেন আবৃত্তি অনলাইন এবং বেভারেজ পার্টনার ইস্পাহানি টি লিমিটেড।