বিশ্বের ৮০০ কোটিতম শিশু ভিনিস

16 Nov 2022, 03:18 PM খবর শেয়ার:
বিশ্বের ৮০০ কোটিতম শিশু ভিনিস

পৃথিবীর মোট জনসংখ্যা এখন ৮০০ কোটির ওপরে। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫ নভেম্বর ২০২২ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা দাঁড়ায় ৮০০ কোটি ২৮ হাজার জনে।

জাতিসঙ্ঘের জনসংখ্যা তহবিল বিষয়টিকে অনন্য মাইলস্টোন স্পর্শ আখ্যা দিয়ে টুইট করেছে, ‘৮০০ কোটি আশা, ৮০০ কোটি স্বপ্ন, ৮০০ কোটি সম্ভাবনা। আমাদের গ্রহ এখন ৮০০ কোটি মানুষের আবাসস্থল।’ আর হ্যাঁ, কোন শিশুটি ৮০০ কোটিতম ? এর উত্তর হচ্ছে, ৮০০ কোটিতম শিশুটির জন্ম হয়েছে ১৫ নভেম্বর স্থানীয় সময় রাত ১টা ২৯ মিনিটে ফিলিপাইনের ম্যানিলা শহরের টন্ডোতে ডক্টর হোসে ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে। শিশুটির নাম রাখা হয়েছে ভিনিস ম্যাবানস্যাগ। এই কন্যাশিশুটিকে প্রতীকী হিসেবে বিশ্বের ৮০০ কোটিতম মানবসন্তান হিসেবে ধরা হচ্ছে। ফিলিপাইনের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন শিশুটিকে ৮০০ কোটিতম মানব সন্তান হিসেবে ঘোষণা করে তার জন্ম উদযাপন করেছে। ফেসবুক এবং টুইটারে শিশু এবং তার মায়ের ছবি প্রকাশ করে ফিলিপাইনের জনসংখ্যা উন্নয়ন কমিশন।