‘আই অ্যাম টেক্সাস’ পৃথিবীর সবচেয়ে বড়ো বই

21 Nov 2022, 03:20 PM খবর শেয়ার:
‘আই অ্যাম টেক্সাস’  পৃথিবীর সবচেয়ে বড়ো বই

অবসরে অনেকেই বই পড়তে পছন্দ করেন। অনেকেই তাদের পছন্দের বই নিয়ে শুয়ে-বসে যে যেভাবে পারে আরাম করে পড়েন। কিন্তু আপনি জানেন কী? যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমন একটি বড়ো সাইজের বই আছে, যে, বইটিকে আপনি চাইলেই শুয়ে-বসে কিংবা হাতে নিয়ে পড়তে পারবেন না। বইটি এতো বড়ো যে, এটি হাতে নিয়ে পড়া একেবারেই অসম্ভব ব্যাপার। এই বিশাল আকৃতির বইটিই কিন্তু ছাপা বইয়ে রেকর্ড গড়েছে। বইটি ছাপিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্য টেক্সাসের অলাভজনক প্রতিষ্ঠান আইরাইট ও ব্রায়ান জাদুঘর। তারা যৌথভাবে বিশাল এই বইটি ছেপেছে।

বইটির নাম দেওয়া হয়েছে ‘আই অ্যাম টেক্সাস’। জানা যায় টেক্সাসের ১ হাজার শিক্ষার্থীর লেখা এবং হাতে আঁকা ছবি দিয়ে পাতা সাজানো হয়েছে বিইটি। শিক্ষার্থীরা সবাই তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। শিক্ষার্থীরা ‘আই অ্যাম টেক্সাস’ নামের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব লেখা লিখেছেন এবং ছবি এঁকেছেন। বইটি ৭ ফুট লম্বা এবং চওড়া ১১ফুট। এর ওজন ৪৯৬ পাউন্ড।৫ নভেম্বর ২০২২ বিশ্বের সবচেয়ে বড়ো ছাপা বই হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। আসলে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলতেই বইটি ছাপা হয়েছে। বইটি আপাতত ব্রায়ান জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন জায়গায় প্রদর্শনী হবে।