মুনীর চৌধুরী এবং মোহাম্মদ জাকারিয়া পদক পেলেন লাকী ইনাম ও সায়িক সিদ্দিকী

28 Nov 2022, 02:13 PM খবর শেয়ার:
মুনীর চৌধুরী এবং মোহাম্মদ জাকারিয়া পদক  পেলেন লাকী ইনাম ও সায়িক সিদ্দিকী

মুনীর চৌধুরী ও মোহাম্মদ জাকারিয়া দেশের নাট্যচর্চা এবং আন্দোলনের বরণীয় এবং স্মরণীয় দুই ব্যক্তিত্ব। স্বাধীনতা-পূর্ব প্রতিকূল পরিবেশের মধ্যেও মঞ্চনাটকের আশ্রয়ে আলোকশিখা জ্বেলেছিলেন মুনীর চৌধুরী। কারাবন্দি জীবনেও লিখেছেন কালজয়ী নাটক ‘কবর’। অন্যদিকে এপার এবং ওপার বাংলার নাট্যচর্চায় আলোকবর্তিকা ছড়িয়েছেন মোহাম্মদ জাকারিয়া। নিজ কীর্তির গুণে হয়ে উঠেছিলেন বাংলা নাটকের পালাবদলের রূপকার। ২৭ নভেম্বর ২০২২ রবিবার মুনীর চৌধুরীর ৯৭ তম জন্মবার্ষিকীতে নাট্যজগতের এই দুই কীর্তিমানের নামাঙ্কিত পদক প্রদান করেন নাট্যদল থিয়েটার। থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা পেলেন নাট্যকার, নিদের্শক ও অভিনয়শিল্পী লাকী ইনাম এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেলেন পালাকার, নির্দেশক এবং অভিনেতা সায়িক সিদ্দিকী। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পদক এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যদল থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। স্বাগত ভাষণ দেন থিয়েটারের সাংগঠনিক পরিচালক, নাট্যজন রামেন্দু মজুমদার। আরো বক্তব্য রাখেন শহীদ মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর এবং মোহম্মদ জাকারিয়ার কন্যা অধ্যাপক সুরমা জাকারিয়া। আইএফআইসি ব্যাংক লিমিটেডের সৌজন্যে লাকী ইনামকে ৫০ হাজার এবং সায়িক সিদ্দিকীকে ২৫ হাজার টাকা অর্থমূল্য তুলে দেওয়া হয়।