আগুনের দেশ আজারবাইজান

04 Dec 2022, 02:35 PM খবর শেয়ার:
আগুনের দেশ আজারবাইজান

আজারবাইজান হলো এশিয়া মহাদেশের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র। এটি কৃষ্ণ সাগর এবং ক্যাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থলযোটক দক্ষিণ ককেশাস অঞ্চলের পূর্ব দিকের একটি রাষ্ট্র। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ককেশীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তম দেশ এটি। আর এই আজারবাইজানের রাজধানী বাকুর নিকটে ইয়ানার দ্যাগ নামের একটি পর্বতে প্রায় ৪ হাজার বছর ধরে জ্বলছে আগুন। এই আগুন ঝড়-বৃষ্টি এমনকি প্রচণ্ড তুষারপাতেও নেভে না। যার জন্য এই স্থানটি জ্বলন্ত পর্বতের কারণে আগুনের দেশ হিসেবেও পরিচিতি পেয়েছে।

জানা যায়, দেশটিতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। আজারবাইজানের আবশ্যারন উপদ্বীপে এর অবস্থান। অনেক সময় প্রচণ্ড চাপে ভূ-গর্ভের গ্যাস বেরিয়ে আসতে থাকে। এই বেরিয়ে আসা গ্যাসে আগুন লেগে গেলে তা সহজে নেভে না। প্রাকৃতিক গ্যাস এবং তেলসমৃদ্ধ দেশটির অনেক জায়গাতেই এই ধরনের আগুনের দেখা পাওয়া যায়। হাজারো পর্যটকদের আকৃষ্ট করার জন্যও ইয়ানার দ্যাগ একটি অন্যতম স্থান।