রঙ বাংলাদেশ -এর ‘বিয়ে উৎসব’

05 Dec 2022, 03:24 PM খবর শেয়ার:
রঙ বাংলাদেশ -এর ‘বিয়ে উৎসব’

বছরের এই সময়টা বিয়ের সময়। আর এই সময়টাকে মাথায় রেখে রঙ বাংলাদেশ
আয়োজন করেছে ‘বিয়ে উৎসব’। এই আয়োজনে রয়েছে দেশীয় কারিগরের হাতে তৈরি
বিয়ের শাড়ি ছাড়াও নান্দনিক ডিজাইনের বেশ বিশেষ কিছু শাড়ি, পাঞ্জাবীসহ
আনুসাঙ্গিক পোশাকের পসরা।

এবারের বিয়ের শাড়ি সংগ্রহ সাজানো হয়েছে মূলত অরিয়েন্টাল রাগ থিমের নান্দনিকনকশায়। মূল রং হিসাবে সাদা,লাল,অ্যাশ ও বটলগ্রীন ব্যবহার করা হয়েছে। মসলিন ও বলাকা সিল্ক
কাপড়ে শাড়ির নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর
মধ্যে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ,অ্যাম্ব্রয়ডারি ও কারচুপি। শাড়ির সঙ্গে রয়েছে
ম্যাচিং ব্লাউজ পিস,বটুয়া ব্যাগ ও মাস্ক। অর্ডার দিয়ে মনের মতো ব্লাউজ তৈরি করে
নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে রঙ বাংলাদেশ এর সকল আউটলেটে।
এর শাড়ির সংগ্রহ পাওয়া যাচ্ছে, রঙ বাংলাদেশ-এর যমুনা, সীমান্ত
স্কয়ার, বসুন্ধরা সিটি দেশীদশ আউটলেটে এবং সেই সঙ্গে অনলাইনে।