বাল্যবিবাহ প্রতিরোধ করে ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ময়মনসিংহের সানজিদা

07 Dec 2022, 03:11 PM খবর শেয়ার:
বাল্যবিবাহ প্রতিরোধ করে ১০০ প্রভাবশালী নারীর তালিকায়   ময়মনসিংহের সানজিদা

৬ ডিসেম্বর ২০২২ বর্তমান বছরের বিশ্বের ১০০ জন অণুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। তালিকায় মার্কিন সংগীত তারকা বিলি আইলিশ, ইউক্রেনের ফাস্ট লেডি ওলেনা জেলেনস্কা, অভিনেত্রী প্রিয়াংকা চোপরার পাশাপাশি স্থান করে নিয়েছেন বাংলাদেশের সানজিদা ইসলাম। এবার চারটি বিভাগে এই ১০০ নারীর নাম প্রকাশ করেছে বিবিসি। বিভাগগুলো হচ্ছে- রাজনীতি ও শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা, অধিপরামর্শ ও সক্রিয়তা এবং স্বাস্থ্য ও বিজ্ঞান। বিবিসির ওয়েবসাইটে নারীদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়েছে। বিবিসি বলেছে, বাংলাদেশে বাল্যবিবাহের হার বিশ্বে অন্যতম। কিন্তু সানজিদা তা পরিবর্তনের চেষ্টা করে চলেছেন। স্কুলে বাল্যবিবাহের প্রভাব সম্পর্কে জানতে পেরে তিনি এর বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে তরুণ শিক্ষক এবং সহপাঠীরাও কাজ করছেন।

সানজিদা ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আচারগাও ইউনিয়নের ঝাউগড়া গ্রামে। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক প্রথম বর্ষে লেখাপড়া করছেন। তিনি ২০১৪ খ্রিষ্টাব্দে তার ছয় সহপাঠীকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ‘ঘাসফড়িং’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তারা নিজেদের ঘাসফড়িং নামে পরিচয় দেন এবং যেখানেই বাল্যবিবাহের ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন। এ পর্যন্ত তারা প্রায় ৭০টির মতো বাল্যবিবাহ প্রতিরোধ করেছেন বলে জানা গেছে।