অভিনয়শিল্পী হাসান মাসুদ ১৬ ডিসেম্বর বরিশালে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন ঢাকায়। তিনি বিএএফ শাহীন স্কুল, ঢাকা থেকে এসএসসি এবং সরকারি তিতুমীর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি বাংলাদেশ সামরিক একাডেমিতে [বিএমএ] ক্যাডেট হিসেবে যোগদান করেন। সফলভাবে বিএমএ পাশ করার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন। হাসান মাসুদ ছোটোবেলা থেকেই সংগীতচর্চা করতেন। তিনি ছায়ানট থেকে নজরুল সংগীতের উপর ৫ বছরের একটি কোর্স সম্পন্ন করেন।
হাসান মাসুদ ১৯৮৫ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ১৯৯২ খ্রিষ্টাব্দে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি নিউ নেশন এবং পরবর্তীসময়ে ১৯৯৫ খ্রিষ্টাব্দে ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। এরপর ফেব্রুয়ারি ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বাংলা শাখার অধিবেশনের একজন সংবাদদাতা হিসেবে কাজ করেন।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত `ব্যাচেলর' চলচ্চিত্রের মাধ্যমে ২০০৩ খ্রিষ্টাব্দে চলচ্চিত্রজগতে তার পথচলা শুরু। পরবর্তীসময়ে তিনি `মেড ইন বাংলাদেশ' চলচ্চিত্র এবং বহু নাটকে অভিনয় করেন। তার অভিনীত টেলিভিশন নাটকগুলোর মধ্যে রয়েছে- `হাউজ ফুল', `রঙের দুনিয়া', `আমাদের সংসার', `গণি সাহেবের শেষ কিছুদিন', `বাতাশের ঘর', `ট্যাক্সি ড্রাইভার', `এফডিসি', `বউ', `খুনসুটি', `গ্রাজুয়েট' ইত্যাদি।
হাসান মাসুদ `ব্যাচেলর' চলচ্চিত্রে `আজকে না হয় ভালোবাসো' গানে কণ্ঠ দিয়েছেন। তার প্রথম সংগীত অ্যালবাম `হৃদয়ঘটিত' ২০০৬ খ্রিষ্টাব্দে ভালোবাসা দিবসে প্রকাশ পায়।
হাসান মাহমুদের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।