সেরা করদাতা সংগীত ও অভিনয়শিল্পী

22 Dec 2022, 03:01 PM খবর শেয়ার:
সেরা করদাতা সংগীত ও অভিনয়শিল্পী

জাতীয় রাজস্ব বোর্ড [এনবিআর] কর দেওয়ার জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং উৎসাহী করতে সেরা করদাতা নির্বাচিত করে আসছে। এবার ২০২১-২২ করবর্ষে ৪৮টি বিভাগে শীর্ষ করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে তারা। বুধবার এক গেজেটের মাধ্যমে তালিকাটি প্রকাশ করেছে এনবিআর। সেখানে অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরি এবং শিল্পী [গায়ক-গায়িকা] বিভাগে রয়েছে মোট ৬ জনের নাম।

অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে আছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী এবং পীযুষ বন্দ্যোপাধ্যায়।

শিল্পী [গায়ক-গায়িকা] বিভাগে রয়েছেন তাহসান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিতের নাম। এদের সবাইকে দেওয়া হবে সম্মাননা ও ট্যাক্স কার্ড। এ কার্ড প্রাপ্তরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সরকারি কোটা অনুসারে জল, স্থল ও আকাশ পথে পাবেন আসন ও অন্যান্য সুবিধা। এছাড়া চিকিৎসা ও নাগরিক সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ট্যাক্স কার্ডধারী ও তার পরিবারের সদস্যরা।

জানা যায় ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্মাননা ও ট্যাক্স কার্ড তুলে দেওয়া হবে শীর্ষ করদাতাদের হাতে