১৪ বছর ধরে মুক্তিযুদ্ধের বই পড়াচ্ছেন ইনোভেটর

02 Jan 2023, 03:52 PM খবর শেয়ার:
১৪ বছর ধরে মুক্তিযুদ্ধের বই পড়াচ্ছেন ইনোভেটর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, সেসময়ে পাঠ্যবই থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনেকাংশেই সরিয়ে দেওয়া হয়। আর সেই সময়ে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এগিয়ে আসে ইনোভেটর নামের একটি সংগঠন। এই সংগঠনটি বই পড়া উৎসবের আয়োজন শুরু করে। ১৪ বছর ধরে আয়োজন করছে এই উৎসবের। বইপড়া উৎসবের বাইরে বিগত সময়ে প্রায় ১৬ হাজার ৭৩৪ জন শিক্ষার্থীকে বই পড়িয়েছে ইনোভেটর। জানা যায়,  ইনোভেটরের এই বইপড়া কর্মসূচিতে বহুবার যোগ দিয়েছেন বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি তার অভিমত ব্যক্ত করে বলেন, এমন কর্মসূচি দেশের প্রতিটি জেলায় আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হবে।

২০০৬ খ্রিষ্টাব্দে ইনোভেটর প্রতিষ্ঠা করেন রেজওয়ান আহমেদ ও প্রণব কান্তি দেব। প্রতিষ্ঠার পর তাদের সঙ্গে যোগ দেন কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখা-পড়া করে এমন অর্ধশতাধিক শিক্ষার্থী। সেই সময়ে সংগঠনে যুক্ত হওয়া বর্তমানে সবাই বিভিন্ন পেশায় কর্মরত।