২০২২ খ্রিষ্টাব্দে ২০০ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

02 Jan 2023, 03:53 PM খবর শেয়ার:
২০২২ খ্রিষ্টাব্দে ২০০ গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

২০২২ খ্রিষ্টাব্দে বিজ্ঞানীরা মহাকাশে নতুন নতুন গ্রহ আবিষ্কার করে চমক দেখিয়েছেন।তারা গত বছর সৌরজগতের বাইরে ২০০টি নতুন গ্রহ আবিষ্কার করেন। এটিকে মহাকাশ বিজ্ঞানীদের জন্য একটি বিশাল আবিষ্কার বলা হচ্ছে। ২০২২ খ্রিষ্টাব্দের শুরুতে সৌরজগতের বাইরে মোট আবিষ্কৃত গ্রহের সংখ্যা পাঁচ হাজারের কম ছিল। তবে বছরের শেষ দিকে এসে এই সংখ্যা দাঁড়ায় পাঁচ হাজার ২৩৫ টিতে। আমাদের সৌরজগতের বাইরে গ্রহ আবিষ্কারের একটা বিশাল ভূমিকা রয়েছে নাসার জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপটির। এর আগে হাবল টেলিস্কোপ নামে একটি টেলিস্কোপ পাঠানো হয় মহাকাশে। হাবল টেলিস্কোপের চেয়ে শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপটি। তবে হাবল টেলিস্কোপটিও বর্তমানে সক্রীয় রয়েছে এবং হাবল থেকেও নতুন নতুন তথ্য পাচ্ছেন গবেষকেরা। জুলাই ২০২২-এ নতুন টেলিস্কোপ জেমস ওয়েবের কার্যক্রম শুরুর পর থেকেই এটি একের পর এক নতুন চমক দিয়ে চলেছে। নতুন টেলিস্কোপটি তৈরি করতে নাসা ও ইউরোপীয়ান স্পেস খরচ করে ১০ বিলিয়ন মার্কিন ডলার। উন্নত প্রযুক্তির ইনফ্রায়েড ক্যামেরা ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করছে টেলিস্কোপটি দিয়ে। পৃথিবী থেকে এর দূরত্ব ১০ লাখ মাইল। এই টেলিস্কোপটি দিয়েই নাসার বিজ্ঞানীরা ১ হাজার ৩শ’ কোটি বছর আগের মহাবিশ্বের রঙিন ছবির বিষয়টি সামনে নিয়ে আসেন। এছাড়া টেলিস্কোপটি আকাশগঙ্গা ছায়াপথের দ্রুততম জায়গায় পৃথিবীসদৃশ একটি গ্রহে পানি থাকার চিহ্ন সনাক্ত করে রীতিমতো সাড়া ফেলে দেয়। এছাড়া বৃহস্পতির একটি অভূতপূর্ব ছবি দিয়ে বিশ্ববাসীকে চমক দেখায়। জেমস ওয়েব টেলিস্কোপটির উদ্দেশ্য হচ্ছে নক্ষত্রের জীবনচক্র এবং সৌরজগতের বাইরের গ্রহগুলো নিয়ে গবেষণা করা।