তিনদিনব্যাপী পণ্ডিত বিরজু মহারাজ একাদশ কথক নৃত্যোৎসব উদযাপন

12 Jan 2023, 01:23 PM খবর শেয়ার:
তিনদিনব্যাপী পণ্ডিত বিরজু মহারাজ একাদশ কথক নৃত্যোৎসব উদযাপন


১০১১ পৌষ২৪২৫  ২৬ ডিসেম্বর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে উদযাপিত হলো পণ্ডিত 

মহারাজ একাদশ কথক নৃত্য উৎসব ১৪২৯। ২৪ ডিসেম্বর ২০২২শনিবার সন্ধ্যা .০৫ মিনিটে তিনদিনের এই উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক 

সিরাজুল ইসলাম চৌধুরী। 

প্রথমদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদমিনু হকশর্মিলা বন্দ্যোপাধ্যায়। 

একাদশ কথক নৃত্য উৎসব ১৪২৯-এর ১ম  ৩য় দিন অর্থাৎ ২৪  ২৬ ডিসেম্বরে ছিল বিখ্যাত দার্শনিক ‘কার্ল মার্কস’-এর জীবনী নিয়ে নৃত্যনাট্য ‘জেনির কার্ল পরিবেশনায় ছিল কথক নৃত্য সম্প্রদায়। 

দ্বিতীয় দিনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোর শিল্পী  ঢাকার বাইরের শিল্পীবৃন্দের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। নৃত্যনাট্য শ্রী রাধার মানভঞ্জন পরিবেশন করে কথক নৃত্য সম্প্রদায়। পরিচালনায় ছিলেন সাজু আহমেদ। ২য় দিন অতিথি হিসেবে ছিলেন ফজলুর রহমাননীলুফার ওয়াহিদ পাপড়ি  তামান্না রহমান। সমাপনী দিনে অতিথি হিসেবে ছিলেন নুরুল কবিরদীপা খন্দকারসাইদুর রহমান লিপনআনিসুল ইসলাম হিরু। এবার এই নৃত্যোৎসবে জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক ১৪২৯ প্রদান করা হয় বিশিষ্ট কথক নৃত্যশিল্পী ‘মুনমুন আহমেদকে