৮০ বছরের নারী শাড়ি পরে ম্যারাথনে

19 Jan 2023, 02:49 PM খবর শেয়ার:
৮০ বছরের নারী শাড়ি পরে ম্যারাথনে

ভারতের মুম্বাইয়ে ১৫ জানুয়ারি, ২০২২ বসেছিল টাটা মুম্বাই ম্যারাথনের ১৮তম আসর। এবারের আসরে বিভিন্ন বয়সী নারী পুরুষ মিলিয়ে অংশগ্রহণকারী ছিল প্রায় ৫৫ হাজার। স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নানা বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এ ম্যারাথনের মূল উদ্দেশ্য। তবে এবারের আসরে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ৮০ বছর বয়সের এক নারী। তার নাম ভারতী। সবাইকে চমকে দিয়ে শাড়ি পরেই প্রায় চার কিলোমিটারের বেশি দৌড়েছেন তিনি।

ইন্সটাগ্রামে ভারতীর নাতনি ডিম্পল মেহতা ফার্নান্দেস তার নানির ম্যারাথনের একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ারে তিনি  লিখেছেন, আশি বছর বয়সে আমার নানি ম্যারাথনে দৌড়েছেন, তাও আবার শাড়ি পরে। আমাদের দেশের নারীদের জন্য তিনি এক বড়ো অনুপ্রেরণা।

তবে, এবারই প্রথম ম্যারাথনে অংশ নেননি ভারতী। এবার নিয়ে পাঁচবার তিনি মুম্বাই ম্যারাথনে দৌড়ালেন। এ জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতিও নিয়েছেন এবং এই বয়সে টানা দৌড়ানোর জন্য নিজেকে গড়ে তুলেছেন।