আলী যাকের নতুনের উৎসব আলী যাকের নতুনের উৎসব ২০২৩ শুরু হলো। ‘আয় নাটকের অঙ্গনে’ এই শ্লোগান নিয়ে উৎসবে

22 Jan 2023, 03:43 PM খবর শেয়ার:
আলী যাকের নতুনের উৎসব আলী যাকের নতুনের উৎসব ২০২৩ শুরু হলো। ‘আয় নাটকের অঙ্গনে’ এই শ্লোগান নিয়ে উৎসবে

আলী যাকের নতুনের উৎসব

আলী যাকের নতুনের উৎসব ২০২৩ শুরু হলো। ‘আয় নাটকের অঙ্গনে’ এই শ্লোগান নিয়ে উৎসবের আয়োজন করেছে নাগরিক নাট্যসম্প্রদায় এবং মঙ্গলদীপ। ২১ জানুয়ারি ২০২৩ সন্ধ্যায় রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন ফেরদৌসী মজুমদার। প্রথম দিন নাট্যাঙ্গনে বিশেষ আয়োজনের জন্য চার জন গুণীশিল্পীর নামে চার বিশিষ্টজনকে দেওয়া হয় সম্মাননা। সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হক সম্মাননা পেলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তার হাতে সম্মাননা তুলে দেন আনোয়ারা সৈয়দ হক। নাট্যকার জিয়া হায়দার সম্মাননা পেয়েছেন নাট্য-নির্মাতা ও নির্দেশক সৈয়দ জামিল আহমেদ।নাট্যজন আতাউর রহমান তার হাতে সম্মাননা তুলে দেন। খালেদ খান সম্মাননা পেলেন অভিনেতা মাসুদ আলী খান। তার হাতে সম্মাননা তুলে দেন আসাদুজ্জামান নূর। নাছির উদ্দিন ইউসুফ পেলেন আলী যাকের সম্মাননা। তার হাতে পুরস্কার তুলে দেন সারা যাকের। এর আগে উৎসবের শুরুতে দেশের মঞ্চনাটক ও আলী যাকেরকে নিয়ে কথা বলেন আমন্ত্রিত অতিথি এবং শিল্পীরা।