বই মেলা শুরু ১ ফেব্রুয়ারি

31 Jan 2023, 04:26 PM খবর শেয়ার:

১ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বইমেলা শুরু হবে। এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৬০১ প্রতিষ্ঠান।  করোনা মহামারী শুরু হওয়ার পর এবারই ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হতে যাচ্ছে একুশে বইমেলা। পড়ো বই গড়ো দেশবঙ্গবন্ধুর বাংলাদেশ- প্রতিপাদ্য নিয়ে বুধবার ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে জানানো হয়এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায়।

মোট ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি ইউনিট দেওয়া হয়েছে। এছাড়া মেলায় থাকছে ৩৮টি প্যাভিলিয়ন ।

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমানবইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলামজনসংযোগতথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকারবইমেলার সহযোগী প্রতিষ্ঠান বিকাশের সিএমও মীর নহবত আলী ও বইমেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান ক্রসওয়ার্ক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। তবে, দর্শকেরা রাত সাড়ে আটটার পরে মেলা প্রাঙ্গণে ঢুকতে পারবেন না। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল এগারোটা থেকে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।