এবার প্রথমবার সৌদি আরবে ট্রেন চালালেন নারী

31 Jan 2023, 04:33 PM খবর শেয়ার:

একটা সময় সৌদি আরবে নারীদের গাড়ি চালানোরই অনুমতি ছিল না। ২০১৮ খ্রিষ্টাব্দে প্রথম সৌদি আরবে নারীরা গাড়ি চালানোর অনুমতি পান। এরও চার বছর পরে ২০২২ খ্রিষ্টাব্দে দেশটিতে ৩০ জন নারী ট্রেন চালক নিয়োগের একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তাতে আবেদন করেন থারাসহ প্রায় ২৮ হাজার নারী। ২৮ হাজার আবেদন প্রার্থীর মধ্য থেকে ৩২ জনকে বাছাই করা হয়। এর মধ্যে একজন থারা। বাছাইকৃত ৩২ জনকে কাজ শুরুর আগে দীর্ঘ সময় প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মধ্যে থেকে গত জানুয়ারি মাসে থারা প্রথমবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালান। এরপর ২৯ ফেব্রুয়ারি ২০২৩ রোববার সৌদি আরবে প্রথম নারী চালক হিসেবে আনুষ্ঠানিকভাবে মক্কা থেকে মদিনা পর্যন্ত দ্রুত গতির ট্রেন চালিয়েছেন তিনি।