শুরু হলো জাতীয় কবিতা উৎসব

01 Feb 2023, 04:10 PM খবর শেয়ার:
শুরু হলো জাতীয় কবিতা উৎসব

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ৩৫তম জাতীয় কবিতা উৎসব ২০২৩ শুরু হয়েছে। বরাবরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে অনুষ্ঠিত হচ্ছে উৎসব। এবারের উৎসবে দেশি-বিদেশি প্রায় ১০ হাজার কবিতাপ্রেমীদের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। এবার ৩০০ জন কবি কবিতা পাঠের জন্য নাম নিবন্ধন করেছেন।

এবছর জাতীয় কবিতা উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছেÑ বাংলার স্বাধীনতা আমার কবিতা। এবারের জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করবেন দেশের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী। 

২০২০ খ্রিষ্টাব্দের ৩৪তম জাতীয় কবিতা উৎসবে ঘোষিত জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২১ কবি মুহাম্মদ নূরুল হুদা'র হাতে তুলে দেওয়া হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায়। সেদিন সন্ধ্যা ৬টায় জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২৩-এর নাম ঘোষণা করা হবে।