ফকির আলমগীরের জন্মদিন আজ

21 Feb 2023, 03:08 PM জন্মদিন শেয়ার:
ফকির আলমগীরের জন্মদিন আজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের জন্মদিন আজ। তিনি ১৯৫০ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। গণসংগীতশিল্পী হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধে একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংগীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন।

সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফকির আলমগীর পেয়েছেন একুশে পদক। তিনি নিয়মিত আনন্দভুবনে লিখতেন। ফকির আলমগীর ২০২১ খ্রিষ্টাব্দের ২৩  জুলাই প্রাণঘাতী করোনায় মৃত্যুবরণ করেন।

বিখ্যাত এই মানুষটির জন্মদিনে আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি।