কথা বলে বিশ্বরেকর্ড

17 May 2023, 12:40 PM ভুবনবিচিত্রা শেয়ার:
কথা বলে বিশ্বরেকর্ড

আমাদের আশেপাশে অনেকেই এমন আছেন যাদের হাতে একবার ফোন আসলেই হলো। কথা তাদের আর ফুরায় না। ঘণ্টার পর ঘণ্টা তারা কথা বলতে পারেন। তারা চাইলেই কিন্তু ফোনে কথা বলে কোনো একটা রেকর্ড করে ফেলতে পারেন। যেমন ফোনে দীর্ঘ আলাপ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এরিক আর ব্রস্টার এবং অ্যাভোরি এ লিওনার্ডর মধ্যে হয়েছিল।

তারা ৪৬ ঘণ্টা ১২ মিনিট ৫২ সেকেন্ড ২২৮ মিলিসেকেন্ড কথা বলে বিশ্বরেকর্ড করে ফেলেছেন। এই দীর্ঘ সময়ে তারা কিন্তু ১০ সেকেন্ডের বেশি কথা বন্ধ করেননি। তবে মাঝখানে তারা শুধু প্রতি ঘণ্টায় ৫ মিনিটের বিরতি নিয়েছেন। হার্ভার্ড জেনারেলিস্ট নামে একটি শোয়ের জন্য নতুন ছাত্রদের মধ্যে এই ফোনকল করা হয়। এই দীর্ঘ ফোনকলটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পায়। এর আগের রেকর্ডটি ছিল সুনীল প্রভাকরের। তিনি ৫১ ঘণ্টা ফোনে কথা বলেছিলেন। তিনি অবশ্য অনেকের সঙ্গেই কথা বলে রেকর্ডটি করেছিলেন। 

লেখা : ফাতেমা ইয়াসমিন