চলে গেলেন নাট্যকার মোহন খান

01 Jun 2023, 01:33 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
চলে গেলেন নাট্যকার মোহন খান

একমাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করলেন নাট্যকার মোহন খান। ৩০ জুন মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মে মাসের প্রথম সপ্তাহে মোহন খান গুরুতর অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হন। তারপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  

হাসপাতাল থেকে তার মরদেহ লালমাটিয়ার বাড়িতে নেওয়া হয়। বুধবার ৩১ জুন বাদ জোহর লালমাটিয়া শাহি মসজিদে তার জানাজা হয়। এরপর ঢাকার আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মোহন খানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। পরিবারে স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে রেখে গেছেন তিনি। তার পরিচালিত প্রথম নাটক ‘আমার দুধমা’ প্রচার হয় বিটিভিতে। এছাড়া ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে ওঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’সহ আরো অনেক নাটক নির্মাণ করেছেন মোহন খান।