অপারেশন ক্লিনহার্টে নির্যাতিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহকাম উল্লাহর অস্ত্রোপচার সোমবার

15 Jun 2023, 03:00 PM রঙ্গশালা শেয়ার:
অপারেশন ক্লিনহার্টে নির্যাতিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব  আহকাম উল্লাহর অস্ত্রোপচার সোমবার

মো. আহকাম উল্লাহ্ দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। ২০০২ খ্রিষ্টাব্দে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে অপারেশন ক্লিনহার্ট চালানো হয়। ওই সময়ে সেই অপারেশন ক্লিনহার্টের আওতায় যৌথবাহিনীর হাতে আটক হন তিনি। আটক হওয়ার পূর্বমুহূর্তে  ছায়ানটের ভবন নির্মাণে তহবিল সংগ্রহের জন্য রাজধানীতে একটি অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছিলেন তিনি। অপারেশন ক্লিনহার্ট চালানো হয় মূলত তৎকালীন বিরোধী দল তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমন করার জন্য। অপারেশন ক্লিনহার্টে আটক ও নির্যাতনের শিকার হয়ে অনেকে নিহত হয়েছেন,  অনেকে আবার শারীরিক প্রতিবন্ধিত্ব নিয়ে বেঁচে আছেন। সেই তালিকায় রাজনৈতিক ও সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরাও রয়েছেন। তাদের মধ্যে মো. আহকাম উল্লাহ্ একজন। অপারেশন ক্লিনহার্টে আটক হওয়ার পর নির্যাতনের শিকার হয়ে তার ঘাড়ের হাড় ভেঙে যায় এবং মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিএনপি-জামায়াত সরকার সেইসব হত্যা-নির্যাতনের বিচার যেন না হয় সেজন্য ইনডেমনিটি নিয়েছিল। পরবর্তীসময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইনডেমনিটি বাতিলের ব্যবস্থা করেন। এরপর আদালত নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। 

অপারেশন ক্লিনহার্টে আটক হওয়ার পর নির্যাতনের শিকার হওয়ার কারণে মো. আহকাম উল্লাহর শারীরিক অবস্থা বর্তমানে জটিল আকার ধারণ করেছে। এদিকে এ অবস্থায় ১৯ জুন ২০২৩ সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ল্যাংগন হসপিটালে তার ঘাড়ের সামনের ও পেছনের অংশে জটিল অস্ত্রোপচার করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়।