রণবীর সম্পর্কে এ কী বললেন দীপিকা

15 Apr 2025, 03:34 PM মুভিমেলা শেয়ার:
রণবীর সম্পর্কে এ কী বললেন দীপিকা

‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয় বলিউড অভিনয়শিল্পী দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর। 

সেই সম্পর্কের সময় খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিউড পাড়ায় কম চর্চা হয়নি। এমনকি, রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তার নামের আদ্যক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করান। এত কিছুর পরেও মন পাননি দীপিকা। 

দীপিকার অভিযোগ রণবীর নাকি ঠকিয়েছেন তাকে। দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। যদিও এমন তকমা মানতে নারাজ রণবীরের মা নীতু সিংহ। উল্টো দীপিকার মধ্যে খুঁত বের করেন নীতু!

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কাপুর। 

‘সওয়ারিয়া’ সিনামায় একসঙ্গে কাজ করার সময় ঘনিষ্ঠতা তৈরি হয় রণবীর ও সোনমের মধ্যে। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপনচিত্র করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও।

পরে ‘কফি উইথ কর্ণ’-এর ওই পর্বের প্রচার হলে দীপিকার ওই মন্তব্যে কিছুটা অবাক হন রণবীর।