কে ভেবেছিল, অচেনা দুটি মুখ একটি সিনেমা দিয়েই এমন বাজিমাত করে দেবে! তাদের পর্দার রসায়ন যে এমন ঝড় তুলবে, তা ছিল সব ধরনের হিসাবের বাইরে। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ফিল্ম ‘সাইয়ারা’ তেমনই এক স্বপ্নের গল্প লিখেছে। ছবিতে কৃষ কাপুরের চরিত্রে আহান পাণ্ডে এবং বাণী বাত্রার চরিত্রে অনীত পাড্ডা তাদের সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় স্পর্শ করেছেন।
১৮ জুলাই মুক্তির পর থেকেই ছবিটি শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে এর সাফল্য ছিল চোখে পড়ার মতো। বিদেশে ছবিটি আয় করেছে প্রায় ১৯.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১৭২ কোটি রুপির সমান। প্রথম দিনে মাত্র ৪৭৫ হাজার ডলার দিয়ে শুরু করা এই ছবি প্রথম সপ্তাহান্তে আয় করে ২.১০ মিলিয়ন ডলার। এরপর এটি বিদেশে প্রায় দশগুণ আয় বাড়ানোর এক অভাবনীয় রেকর্ড গড়ে।
ভারতের ৩৯৬ কোটি রুপির আয়ের সঙ্গে যোগ করলে, ছবিটির বিশ্বব্যাপী মোট আয় এখন ৫৬৮ কোটি রুপি।
‘সাইয়ারা’ বিশ্বের বিভিন্ন প্রান্তে দারুণ ব্যবসা করেছে। এর মধ্যে যুক্তরাজ্যে এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে, যেখানে এর আয় ৩.২২ মিলিয়ন পাউন্ড। মধ্যপ্রাচ্যে এটি কোনো ‘খান’ তারকা ছাড়া সবচেয়ে সফল সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে এবং শ্রীলঙ্কার মতো তুলনামূলক ছোটো বাজারগুলোতেও এটি অসাধারণ সাফল্য দেখিয়েছে। শ্রীলঙ্কায় ছবিটি শাহরুখ খানের ‘জাওয়ান’-এর পরেই ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমা হতে চলেছে। ধারণা করা হচ্ছে, নবম সপ্তাহে শ্রীলঙ্কায় এর আয় প্রায় ৩০ হাজার ডলার হবে, যা এই সপ্তাহে ভারতে এর আয়ের চেয়েও বেশি।
সাধারণত আন্তর্জাতিক বাজারে ছবির সাফল্য নির্ভর করে বড়ো তারকা, বিখ্যাত পরিচালক অথবা কোনো জনপ্রিয় সিরিজের নামের ওপর। কিন্তু ‘সাইয়ারা’ সেই ধারণা ভেঙে দিয়েছে। কারণ, এই ছবির প্রধান দুই অভিনয়শিল্পীই ছিলেন নতুন। তাদের অসামান্য প্রতিভায় ছবিটি নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।