দেখতে দেখতে কালের পরিক্রমায় আরো একটি বছর চলে গেল। গেল বছর বহু নাটক দেশের বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে। এর মধ্যে কিছু নাটক দর্শকের মন জয় করতে পেরেছে। আবার কিছু নাটক দর্শক পছন্দ করেননি। ২০২৪ খ্রিষ্টাব্দে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, ইউটিউব, ওটিটিতে বহু নাটক প্রচারিত হয়েছে। সেরা কয়েকটি নাটকের বৃত্তান্ত জানাচ্ছেন শহিদুল ইসলাম এমেল ...
জামাই বউ’র মাথা গরম
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামার ‘জামাই বউর মাথা গরম’ নাটকটি। মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ৩০ মিলিয়ন ভিউ হয়েছে। দর্শকমহল থেকে প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে নাটকটি নিয়ে। নাটকটি নির্মাণ করেছেন এ-সময়ের জনপ্রিয় নির্মাতা তাইফুর জামান আশিক।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, জাবেদ গাজী প্রমুখ।
হৃদয়ের রং
‘হৃদয়ের রং’ বর্তমান সময়ের একটি সেরা রোমান্টিক নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রহর-কলিকে ঘিরে আবর্তিত হয়েছে এর কাহিনি। নাটকে দেখা যায় প্রথমত তাদের পরিচয়, এরপর দুষ্টু-মিষ্টি ঝগড়া এবং ঝগড়া থেকে বন্ধুত্ব। বলতে গেলে পারিবারিকভাবে পূর্ব পরিচিত বন্ধুত্বের গল্প। তারপর আস্তে আস্তে বন্ধুত্ব থেকে প্রেমসহ আরো অনেক কিছু দেখানো হয় নাটকের কাহিনিতে। নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনি। সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাওয়ার ১৫ দিনে ৬ মিলিয়ন ভিউ হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন ইমারাউল রাফাত।
শেষমেশ
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তার ‘শেষমেশ’ নাটকটি ঈদে মুক্তি পেয়েছে। এটি মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।
এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন।
ক্লাব এগারোর ব্যানারে আট মাস আগে মুক্তি পাওয়া এই নাটকটিতে ভিউ হয়েছে ১৮ মিলিয়ন।
ফুল হাতা শার্ট
বাবার শাসনে বড়ো হওয়া একটি ছেলে কীভাবে শুধু প্রেমের কারণে নিজেকে চিনতে শুরু করে, আর কঠিন সিদ্ধান্ত নিতে পারে, তা নিয়ে এই নাটকের কাহিনি গড়ে উঠেছে। হাওরে ঘুরতে গিয়ে প্রেম। দু’জন মানুষের কিছু সুন্দর অনুভূতি দিয়ে মোড়ানো। এরপর প্রেম থেকে বিরহ। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ফুল হাতা শার্ট’ নাটকে ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান অসাধারণ অভিনয় করেছেন। দেবের গানগুলোও বেশ সুন্দর। সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে তিন মাস আগে মুক্তি পাওয়া নাটকটিতে ভিউ হয়েছে ১০ মিলিয়ন।
বুক পকেটের গল্প
বহুদিন পর দর্শকরা জনপ্রিয় একটি নাটক পেয়েছে। তিন জুটির তিন গল্পকে শেষবিন্দুতে একত্র করার যে প্রয়াস নির্মাতা জাহিদ প্রীতম দেখিয়েছেন তা খুবই প্রশংসাযোগ্য, সংলাপও ছিল আকর্ষণীয়। মীর রাব্বি জনপ্রিয় হয়েছেন ঠিক, তবে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তানভীর-আইশা খানের অভিনয়। প্রিয়ন্তী উর্বি, শাশ্বত ভালো করেছে। কে এস এন্টারটেইনমেন্টের ব্যানারে ১০ মাস আগে মুক্তি পাওয়া নাটকটিতে ভিউ হয়েছে ১০ মিলিয়ন।
তিথিডোর
ত্রিশের কোটা পেরোনো একজন হতাশাগ্রস্ত নারীর দুর্বিষহ জীবনের নানান অধ্যায় নিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেছেন ‘তিথিডোর’ নাটকটি। জাহান সুলতানার চিত্রনাট্যে তিথি চরিত্রটির সাথে এদেশের অনেক নারীই নিজেকে খুঁজে পাবেন। মেহজাবীনের দুর্দান্ত অভিনয় এই নাটককে আরো সমৃদ্ধ করেছে। মাত্র একটি নাটক দিয়েই বছরের শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ার যোগ্যতা রেখেছেন এ অভিনেত্রী। মেহজাবিনের সাথে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার। চ্যানেল আই প্রাইমের ব্যানারে ৬ মাস আগে মুক্তি পাওয়া নাটকটিতে ভিউ হয়েছে ৫.৯ বিলিয়ন।
এভাবেও ফিরে আসা যায়
নির্মাতা আশিকুর রহমান খুব কম নাটক পরিচালনা করেন, তবে যেটা নির্মাণ করেন খুব যতœ নিয়ে করেন। কাজী হাসিবুল আলমের গল্পে একরাতে পার্কে বিভিন্ন পেশার পাঁচজন মানুষকে একত্র করে তাদের জীবনের চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়েছেন। গায়ক আহমেদ হাসান সানির উপস্থিতি এই নাটককে আরো সুন্দর করেছে। এছাড়া তারিক আনাম নিজের জায়গায় যথাযথ। অভিনেতা সোহেলও ভালো করেছেন। পলাশ-পারসা ভালো করেছেন। ক্লাব এগারো’র ব্যানারে ৬ মাস আগে মুক্তি পাওয়া নাটকটিতে ভিউ হয়েছে ৪ মিলিয়ন।
শেষ কিছুদিন
নাটকের শুরুতেই দেখা যায় নীরা আসিফের জন্য অপেক্ষা করছে। এরপর আসিফ সেখানে আসে। আসিফের রুগ্ন শরীর দেখে নীরার খুবই খারাপ লাগে। এরপর আসিফ নীরাকে বলে যে, সে আর চিকিৎসা করতে চায় না। যে-ক’দিন বেঁচে থাকবে এমনিতেই বাঁচতে চায়। চিকিৎসা না-করার কারণ হচ্ছে তার টাকা প্রায় শেষের দিকে। বারবার শরীরে রক্ত দিতে দিতে সে একদম ক্লান্ত। আর সে নীরার কাছ থেকে টাকা নিয়েও চিকিৎসা করাতে চায় না। কারণ ঋণ রেখে মরতে হবে তা আসিফ চায় না। নীরার সাথে বেশ কিছুক্ষণ কথা হয় আসিফের। এবার আসিফ নীরাকে অনুরোধ করে তার জীবনের শেষ কয়টা দিন যেন নীরা তার সাথে থাকে। আসিফের কথা শুনে নীরা বুঝতে পারছিল না কী করবে। এরপর হঠাৎ করে নীরার পুরনো স্মৃতি মনে পড়ে যায়।
নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন ইয়াস রোহান ও তানজিম সাইয়ারা তথনী। কে এস এন্টারটেইনমেন্টের ব্যানারে ৮ মাস আগে মুক্তি পাওয়া নাটকটিতে ভিউ হয়েছে ৭.৮ মিলিয়ন।
নরসুন্দরী
নাপিতের বাসায় জীবন গড়ে তোলা একজন নারীকে কেন্দ্র করে নাটকের কাহিনি গড়ে উঠেছে। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, শরীফ মিরাজ, রওনা রিপণ প্রমুখ। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন তিনি। বাংলাভিশন ড্রামায় ৬ মাস আগে মুক্তি পাওয়া নাটকটিতে ভিউ হয়েছে ৩.১ মিলিয়ন। হ