ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদারের জন্মদিন আজ

18 Jun 2023, 01:14 PM জন্মদিন শেয়ার:
ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদারের জন্মদিন আজ

মঞ্চ এবং টেলিভিশনের তুখোড় অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার ১৮ জুন ১৯৪৩ খ্রিষ্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। বরিশালে জন্ম হলেও ফেরদৌসী মজুমদার বেড়ে উঠেছেন ঢাকাতেই। তার বাবা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী ছিলেন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট। তাদের পৈতৃক বাড়ি ছিল নোয়াখালীতে। নারীশিক্ষা মন্দির স্কুল থেকে ফেরদৌসী মজুমদারের লেখাপড়া শুরু। এখানে ক্লাস সেভেন পর্যন্ত পড়ার পর তিনি ভর্তি হন মুসলিম গার্লস স্কুলে। ম্যাট্রিক পাস করার পরে ভর্তি হন ইডেন কলেজে। ফেরদৌসী মজুমদার স্বাধীনতা উত্তরকালে টিভি এবং মঞ্চ দুই মাধ্যমেই সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন। তিনি ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ হুরমতি চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসা লাভ করেন। তিনি অসংখ্য নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ২০২০ খ্রিষ্টাব্দে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এছাড়াও আত্মজীবনী সাহিত্যে অবদানের জন্য ২০২১ খ্রিষ্টাব্দে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

এদিকে ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদারের একমাত্র সন্তান মঞ্চ ও টিভি নাটকের আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী ত্রপা মজুমদারের জন্মদিনও আজ। ত্রপা টিভি নাটকে আগের মতো নিয়মিত অভিনয় না করলেও মঞ্চনাটকে সক্রিয় রয়েছেন। মঞ্চে অভিনয়ের বাইরে নিদের্শনাতেও দেখা যায় তাকে। গুণী অভিনয়শিল্পী মা-মেয়ের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।