মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টিকা তৈরিতে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

29 Jul 2021, 07:27 PM খবর শেয়ার:
মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টিকা তৈরিতে  অংশীদারিত্ব চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের দক্ষ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় উৎসাহিত করতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছে ঢাকা। বাংলাদেশ এ ধরনের অংশীদারিত্বের জন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানানো হয়েছে। 


ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ২৮ জুলাই, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি পরিবেশ বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্সিয়া বার্নিকাটের সঙ্গে আলোচনায় এ অনুরোধ জানান।