বৃহস্পতি গ্রহের নতুন আরও ১২টি চাঁদের সন্ধান

09 Feb 2023, 03:12 PM প্রযুক্তি শেয়ার:
বৃহস্পতি গ্রহের নতুন আরও ১২টি চাঁদের সন্ধান

সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে ঘুরতে থাকা নতুন আরো ১২টি উপগ্রহ বা চাঁদের সন্ধান পেয়েছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের দাবি, বৃহস্পতিকে কেন্দ্র করে এর কক্ষপথে নতুন ১২টি উপগ্রহ মিলিয়ে মোট ৯২টি উপগ্রহ রয়েছে। অপরদিকে শনির কক্ষপথে ঘুরছে ৮৩টি উপগ্রহ। ফলে এতদিন উপগ্রহের সংখ্যার দিক দিয়ে শনি শীর্ষে থাকলেও এখন সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ বা চাঁদ রয়েছে বৃহস্পতির।

ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্স-এর জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে পর্যবেক্ষণ দল বৃহস্পতির কক্ষপথে নতুন ১২টি উপগ্রহ খুঁজে পেয়েছেন। আমেরিকার মাইনর প্ল্যানেট সেন্টার সম্প্রতি এই সম্পর্কে সবিস্তার তথ্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতির উপগ্রহগুলো আকারে ক্ষুদ্র। অন্যদিকে আমেরিকার মাসিক পত্রিকা স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, ওই ১২টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে।