বৈশাখে প্রকাশিত হয়েছে রাফা-নাশার গান ‘নগর বৈশাখ’

15 Apr 2025, 12:55 PM সারেগারে শেয়ার:
বৈশাখে প্রকাশিত হয়েছে রাফা-নাশার গান ‘নগর বৈশাখ’


পয়লা বৈশাখ ১৪৩২ উপলক্ষে প্রকাশিত হয়েছে বৈশাখি গান নগর বৈশাখ। নগরজীবনের বিভিন্ন উৎসববৈশাখি রং ও সমসাময়িক অনুভূতির মিশেলে নির্মিত এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রাফা ও নাশা। 'নগর বৈশাখগানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য। নির্মাণ করেছে ক্যাচ বাংলাদেশ। গানটির কথা লিখেছেন ব্যান্ড আপেক্ষিক-এর ভোকালিস্ট তানজির শুদ্ধ। নির্মাতাদের ভাষ্যমতেগানটি তরুণ প্রজন্মের শহুরে বৈশাখ উদযাপনকে এক নতুন আঙ্গিকে নতুন রূপে তুলে ধরেছে।

ইউটিউবস্পটিফাইফেসবুক রিলস ও স্টোরিইনস্টাগ্রামটিকটকসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হয়েছে। যারা ব্যক্তিগত ভিডিও বা কনটেন্ট তৈরি করেন তারাও গানটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে ক্যাচ বাংলাদেশ।

আনন্দভুবন ডেস্ক