আফজাল হোসেনের জন্মদিন আজ

19 Jul 2023, 04:16 PM জন্মদিন শেয়ার:
আফজাল হোসেনের জন্মদিন আজ

নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেন ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষ দিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন । গত শতকের আটের দশকে আফজাল হোসেন হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। এ ছাড়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন গুণী এই অভিনেতা। মডেলিং ও বিজ্ঞাপনচিত্রকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক অবদান রয়েছে তার। এছাড়া তিনি বক্স-অফিস হিট করা 'দুই জীবন', 'নতুন বউ' এবং 'পালাবি কোথায়' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ২০১১ খ্রিষ্টাব্দের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'। তিনি ছবিও আঁকেন, বেশ কিছু নাটক পরিচালনাও করেছেন। ১৯৮০ খ্রিস্টাব্দের দিকে বাংলাদেশের টেলিভিশন নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে। তাদের অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে 'কুল নাই কিনার নাই', 'পারলে না রুমালি', 'জোহরা', 'ওহ দেবদুত', 'রক্তের আঙ্গুরলতা', ইত্যাদি। ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও তারা জুটি হিসেবে দর্শকদের মন জয় করতে সক্ষম হন। তাদের ছোট পর্দার চিরসবুজ জুটি বলা হয়ে থাকে। আফজাল হোসেন ২০২২ খ্রিষ্টাব্দে একুশে পদক লাভ করেন। আফজাল হোসেনের জন্মদিনে আনন্দভুবনের পক্ষ অনেক অনেক শুভেচ্ছা।