বিয়ে করেছেন ছোটোপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার দুপুরে মিরপুর ডিওএইচএসে তাঁর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শামীমের স্ত্রীর নাম আফসানা আক্তার প্রীতি। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। প্রীতির গ্রামের বাড়ি ফরিদপুর। জানা যায়, গত ৮ মাস ধরে দুজনের পরিচয়, এরপর পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে শামীম হাসান সরকার লিখেছেন, আলহামদুলিল্লাহ, কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সামাজিক মাধ্যমে বিয়ের কথা জানানোর পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি। তারকা থেকে ভক্ত, সকলেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
ছোটোপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তার এবারের ঈদে মুক্তি পেয়েছে `টাইটানিক যাত্রা’, `ভাড়াটে স্বামী’, `ডাবল প্যারা’, `এক্সকিউজ মি প্লিজ’ নামের বেশকিছু নাটক।
আনন্দভুবন ডেস্ক