ঈদুল ফিতরে মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর’। এবার বাংলা নববর্ষে আসছে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’। ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি পায়নি ছবিটি।
নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। ঈদের রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিলডাকিনি নিয়ে আসতে চাই।’
ছবিতে মোশাররফ করিম অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। যিনি একজন বাউলের সন্তান। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হানুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় বিলডাকিনি ছবির কাহিনি।