অপূর্বের রের্কড ভাঙলেন নিলয়

09 Apr 2025, 03:15 PM আকাশলীনা শেয়ার:
অপূর্বের রের্কড ভাঙলেন নিলয়

এবার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের রের্কড ভাঙলেন অভিনেতা নিলয় আলমগীর। বর্তমানে ছোটোপর্দর দর্শকের প্রিয় অভিনেতার তালিকায় শীর্ষে রয়েছেন নিলয়। বিশেষ করে কমেডি ঘরানার নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে, এবার নিলয়ের ক্যারিয়ার নতুন একটি রের্কড অর্জিত হলো, তার অভিনীত নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ৫৪ মিলিয়নের বেশি দর্শক উপভোগ করেছেন। যা ৮ বছর আগে মুক্তি পাওয়া জিয়াউল ফারুক অপূর্বের ‘বড় ছেলে’ নাটকের রেকর্ড ভেঙেছে।

নিলয় আলমগীর সবসময়ই তার অভিনয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখা দেন। সম্প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই নাটকটির মাধ্যমে। ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি ২০২৪ খ্রিস্টাব্দে  মুক্তি পায় এবং ইউটিউবের মাধ্যমে  ৫৪ মিলিয়ন দর্শক নাটকটি দেখেছেন। আট বছর আগে মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ নাটকটি এতদিন ছিল ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক ৫ কোটি ৪১ লাখ ৯১ হাজার। সেই রেকর্ড ভেঙেছে নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’। ১১ মাস আগে ইউটিউবে এসেছে মহিন খানের নাটকটি, আজ ৯ এপ্রিল পর্যন্ত এটির ভিউ ৫ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার।