সেন্সর ছাড়পত্র পেল ফারজানা সুমি'র ‘আতরবিবি লেন'

16 Apr 2025, 02:09 PM মুভিমেলা শেয়ার:
সেন্সর ছাড়পত্র পেল ফারজানা সুমি'র ‘আতরবিবি লেন'


সেন্সর ছাড়পত্র পেয়েছে আতরবিবি লেন’ চলচ্চিত্র। এগিয়ে চলছে সিনেমা হলে মুক্তি দেওয়ার প্রস্তুতিও। টাইমস মিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।

মুক্তির আগে চলচ্চিত্রটির অফিশিয়াল টিজার প্রকাশ্যে এসেছে। টিজারে দেখা যায়এক তান্ত্রিককে ঘিরে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছেযিনি বসবাস করছেন এক বস্তিতে! কিন্তু দুষ্কৃতিকারীরা সেই বস্তির দখল নিতে চাইছে।

রহস্যঅ্যাকশনে ভরপুর এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি ও গোলাম মুস্তফা প্রকাশ। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকাররাশেদ মামুন অপুএলিনা শাম্মীসানজিদা মিলাজয়রাজপারভেজ সুমনফরহাদ লিমনকাজী উজ্জ্বলসকালসীমান্ত প্রমুখ।

মডেল-অভিনেত্রী ফারজানা সুমি জলরঙ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। এবার নতুন সিনেমার টিজারে আতরবিবি’ চরিত্রে হাজির হলেন সুমি। তার ক্যারিয়ারের জন্য এই সিনেমাকে চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ফারজানা সুমি।