পূর্ণিমার এই সময়

28 Apr 2025, 02:25 PM মুভিমেলা শেয়ার:
পূর্ণিমার এই সময়


অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে বড়োপর্দায় নিয়মিত দেখা না গেলেও শোবিজে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া।  সম্প্রতি কিছু ওয়েব কনটেন্টে অভিনয়ে দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এ অভিনেত্রীকে। নতুন কোনো সিনেমায় তার যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও, নির্মাণাধীন রয়েছে তার অভিনীত দুটি সিনেমা, সিনেমা দুটি হচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। ‘গাঙচিল’ সিনেমায় পূর্ণিমার সঙ্গে জুটি হয়েছেন ফেরদৌস আর ‘জ্যাম’ ছবিতে আরেফিন শুভ। ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে শুরু হওয়া সিনেমা দুটি দীর্ঘদিন ধরে থমকে আছে। 

এদিকে টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় পূর্ণিমাকে। এ ছাড়ও বিভিন্ন রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্বও পালন করছেন তিনি। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন পূর্ণিমা।