এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়ামের 'জংলি'

05 May 2025, 03:06 PM মুভিমেলা শেয়ার:
এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়ামের 'জংলি'

 

গত ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদের 'জংলিসিনেমা। ছবিটি এবার উর্দু ভাষায় ডাব করা হচ্ছে পাকিস্তানে মুক্তি দেওয়ার জন্য। এরই মধ্যে সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। 'জংলিছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। সিনে এন্টারটেইনমেন্ট এটি পাকিস্তানে মুক্তি দেওয়ার জন্য সমস্ত কাজ সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরীর সূত্রে জানা যায়সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে। এখন উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ছবিটি খুব দ্রুত পাকিস্তানে মুক্তি পাবে। 'জংলিছবি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া।


সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা। এরা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বুবলীদীঘিসহ আরও অনেকে। ছবির গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। ছবিটি আমেরিকা ও কানাডার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সেখানেও ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে বলে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো সূত্রে জানানো হয়েছে।