ববিতার আজ জন্মদিন, শুভ জন্মদিন ববিতা

30 Jul 2021, 10:22 AM জন্মদিন শেয়ার:
ববিতার আজ জন্মদিন, শুভ জন্মদিন ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী ববিতার  আজ জন্মদিন। ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি। তবে ববিতা নামেই  পরিচিত। ববিতা ১৯৫৩  সালের ৩০ জুলাই  বাগেরহাটে জন্মগ্রহণ করেন ।  তার বাবা নিজামুদ্দীন আতাউর সরকারি কর্মকর্তা আর মা জাহান আরা বেগম ছিলেন চিকিৎসক। মা চেয়েছিলেন মেয়েও চিকিৎসক হবে। মায়ের সে আশা পূরণ হয়নি। বড়ো বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ববিতা। সুচন্দা অভিনীত জহির রায়হানের 'সংসার' সিনেমায়  রূপালি পর্দায় তার অভিষেক হয় ১৯৬৮ সালে। এতে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি। তারপর ১৯৬৯ সালে চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা হিসেবে।চলচ্চিত্র জগতে প্রথমে তার নাম ছিলো 'সুবর্ণা '। তিনি 'কলম' নামের একটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছিলেন সে সময়। জহির রায়হানের 'জ্বলতে সুরুজ কি নিচে' চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম হয়ে যায় ববিতা। গত শতকের সাতের দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' সিনেমায় 'অনঙ্গ বৌ' চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন।  ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার (১৯৭৫, ১৯৭৬, ১৯৭৭) তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন । এরপর ১৯৮৫ সালে আরো একবার শ্রেষ্ঠ অভিনেত্রী , ১৯৮৬ সালে শ্রেষ্ঠ প্রযোজক, ২০০২ ও ২০১১ সালে পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ববিতা তিনশ'য়ের অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো : সংসার, টাকা আনা পাই,

সন্তান, স্বরলিপি,    অরুণোদয়ের অগ্নিসাক্ষী,     ইয়ে করে বিয়ে,

অশনি সংকেত,

আবার তোরা মানুষ হ,

ধীরে বহে মেঘনা,    আলোর মিছিল,    বাঁদী থেকে বেগম,

লাঠিয়াল,     এক মুঠো ভাত,    

নয়নমণি ,অনন্ত প্রেম, নিশান    , অগ্নিশিখা, গোলাপী এখন ট্রেনে,     সূর্য সংগ্রাম    ,    জন্ম থেকে জ্বলছি, লাইলি মজনু, তিন কন্যা, লটারি, দহন, মিস লংকা,    চন্ডীদাস ও রজকিনী,     পথে হলো দেখা, বীরাঙ্গনা সখিনা, পদ্মা মেঘনা যমুনা, শ্বশুরবাড়ী, গোলাপী এখন ঢাকায়,    দিপু নাম্বার টু, পোকা মাকড়ের ঘর বসতি, মায়ের অধিকার, স্বপ্নের পৃথিবী ইত্যাদি।

 ববিতার জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

লেখা: শহিদুল ইসলাম এমেল